বৈশ্বিক অর্থমন্দায় গত বছর থেকে দেশে দেখা দিয়েছে ডলার সংকট। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনযাত্রার খরচও বেড়েছে। এতে একজন প্রবাসী নিজের নিত্যকার খরচ মেটানোর পরে দেশে অতিরিক্ত টাকা পাঠাতে পারছেন না। আবার চাহিদার তুলনায় জোগান কমে আসায় হু হু করে বেড়েছে ডলারের দাম। ফলে একটু বেশি টাকা পাওয়ার আশায় প্রবাসীরা বৈধ চ্যানেল বাদ দিয়ে অবৈধ হুন্ডিতে বেশি ঝুঁকেছেন। ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে নিষিদ্ধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। এতে সৌদি আরব, আরব আমিরাতের রেমিট্যান্স আগের তুলনায় কম আসায় শীর্ষ পর্যায়ের ব্যাংকগুলোতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে শীর্ষ পাঁচ ব্যাংকের তিনটিতেই রেমিট্যান্স আসার পরিমাণ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে দেখা যায়, চলমান অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ডাচ্-বাংলা ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে বেশি কমেছে। গত অর্থবছরের একই সময়ের এই ব্যাংকের রেমিট্যান্স আসা কমেছে ৫২ দশমিক ৪৮ শতাংশ। তাছাড়া শীর্ষ পর্যায়ের ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৫১ শতাংশ এবং অগ্রণী ব্যাংকের ১৮ দশমিক ২৫ শতাংশ, সোনালী ব্যাংকের ২৭ দশমিক ৩৫ শতাংশ রেমিট্যান্স প্রবাহ কমেছে।
তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে ডাচ্-বাংলা ব্যাংক রেমিট্যান্স আহরণ করেছিলো ১৪৯ কোটি ডলার। যেখানে এবার একই সময়ে এই ব্যাংকের মাধ্যমে মাত্র ৭১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। তাতে ব্যাংকটির রেমিট্যান্স প্রবাহ কমে গেছে প্রায় অর্ধেকেরও বেশি। তাছাড়া আলোচনায় থাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে গত অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছিলো ৩৪৩ কোটি ডলার। কিন্তু এবার সাড়ে ৯ শতাংশ কমে তা ৩১০ কোটি ডলারে নেমেছে। অগ্রণী ব্যাংকেও কমেছে রেমিট্যান্স আহরণের প্রবৃদ্ধি। ২০২২ অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ব্যাংকে রেমিট্যান্স এসেছিলো ১১৩ কোটি ডলার। কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে তা ২১ কোটি ডলার কমেছে। প্রবাসী আয় আহরণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিস্থিতি আরো খারাপ। গত বছর শীর্ষ পাঁচে থাকা ব্যাংকটিতে এবার রেমিট্যান্স আসা কমেছে প্রায় ২৭ দশমিক ৩৫ শতাংশ।
শীর্ষ ব্যাংকগুলোতে রেমিট্যান্স প্রবাহ কমলেও সামগ্রিকভাবে দেশে প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, ২০২৩ অর্থবছরের প্রথম আট মাসে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে এক হাজার ৪০১ কোটি ডলার। যেখানে গত বছরের একই সময়ে এক হাজার ৩৪৩ কোটি ডলার এসেছিলো। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স প্রবৃদ্ধি বেড়েছে ৪ দশমিক ২৮ শতাংশ।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বাণিজ্য প্রতিদিনকে বলেন,
রেমিট্যান্স আহরণে শীর্ষ ব্যাংকগুলোর প্রবৃদ্ধি সাময়িক কমে যাওয়া আশঙ্কাজনক কিছু নয়। আমাদের সামগ্রিক প্রবাসী আয় কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তাছাড়া ঈদের সময়ে বরাবরের মতো এবারও উর্ধ্বগতিতে প্রবাসী আয়। সেক্ষেত্রে বর্তমান গ্রোথ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকে মাঝে রেমিট্যান্স কিছুটা কম আসলেও এখন কিন্তু তা বেশ বেড়েছে। এখনো প্রায় অর্ধেকের বেশি রেমিট্যান্স আহরণ করে ইসলামী ব্যাংক। এছাড়া অন্যান্য ব্যাংকগুলোও কিন্তু রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভালো সুযোগ-সুবিধা দিচ্ছে। ফলে কিছু ব্যাংকে রেমিট্যান্স প্রবাহ কিন্তু প্রায় ৭০-৮০ শতাংশ বেড়েছে।
এদিকে রেমিট্যান্স আহরণে চলতি অর্থবছরে এখন পর্যন্ত সাফল্য দেখিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলো উঠে এসেছে প্রবাসী আয় আহরণের শীর্ষ ১০ ব্যাংকের কাতারে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮০ দশমিক ৯৮ শতাংশ। পাশাপাশি জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত পূবালী ব্যাংকে ৪৭ দশমিক ৭৪ শতাংশ, সিটি ব্যাংকে ৮৯ দশমিক ৮৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে।
বিপি/এএস