Top

যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বেড়েছে ১৩.১৩ শতাংশ

১৭ এপ্রিল, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বেড়েছে ১৩.১৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক :

জনশক্তি রফতানিতে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি কর্মী পাঠিয়ে থাকে। অধিক কর্মীর ফলে এই অঞ্চল থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসতো, নেতৃত্বে থাকতো সৌদি আরবের প্রবাসীরা। কিন্তু সম্প্রতি ডলারের মান তারতম্যের কারণে সৌদি প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো কমে এসেছে। তাছাড়া ডলারের দাম নির্দিষ্ট করে দেওয়ায় অনেকে ব্যাংকিং চ্যানেল রেখে হুন্ডিতে টাকা পাঠাচ্ছে। এতে মধ্যপ্রাচ্য থেকে কমেছে রেমিট্যান্স প্রবাহ। তাছাড়া একজন প্রবাসীকে ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি আয় পাঠাতে আয়ের নথিপত্র জমা দিতে হতো। কিন্তু এখন আপাতত তা করা লাগছে না। ফলে যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের মানুষ থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ২৪৯ কোটি ডলার। যেখানে গত বছরের একই সময়ে তা ২২০ কোটি ডলার ছিলো। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১৩ শতাংশ। তবে প্রবাসী আয়ের নেতৃত্ব দেওয়া সৌদি আরবের রেমিট্যান্স একই সময়ে ২০ শতাংশ কমেছে। তাছাড়া ওমানের ২৭ দশমিক ৮১ শতাংশ, বাহারাইনের ১২ দশমিক ০৯ শতাংশ রেমিট্যান্স প্রবাহ হ্রাস পেয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বাণিজ্য প্রতিদিনকে বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের জনশক্তি বেশি থাকলেও তাদের আয় কম। সে তুলনায় যুক্তরাষ্ট্রে উচ্চ আয়ের প্রবাসী বেশি। ফলে এই অঞ্চল থেকে রেমিট্যান্স প্রবাহ প্রতিনিয়ত বাড়ছে। তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠানো সহজ এবং সীমাও বেশি। সুতরাং এসব সুবিধায় যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে।

বিপি/এএস

শেয়ার