Top

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

১৭ এপ্রিল, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরাসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার