Top

মানিকগঞ্জে ভিজিএফের চাল-শাড়ি বিতরণ

১৮ এপ্রিল, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
মানিকগঞ্জে ভিজিএফের চাল-শাড়ি বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে এই প্রথমবারের মতো ভূমিহীন পরিবারের সরকারি আবাসন প্রকল্পে ইউনিয়ন পরিষদের পক্ষে ভিজিএফ এর চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে।

বিকেলে জেলা সদরের গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোনা গ্রামের আবাসন প্রকল্পের ২৫টি পরিবারের মাঝে এসমস্ত উপহার সামগ্রী তুলে দেন। এর আগে এ জেলায় কোনো আবাসন প্রকল্পে এমন উপহার আর দেয়া হয়নি বলে জানা গেছে। উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে একটি করে শাড়ী ও ইউনিয়ন পরিষদের পক্ষে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তীতে সরকারি ভাবে দুস্থদের জন্য যেসকল সাহায্য সহযোগিতা আসবে অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রাপ্ত ভূমিহীন পরিবারের সদস্যদের আগে দেয়া হবে।

এসময়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব সহ গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার