Top

আ’লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

২৫ এপ্রিল, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ
আ’লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করছে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও স্থানীয়রা। গত সোমবার পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বানিয়াজানের ব্যবসায়ী রনি হাসানের সাথে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বের জের ধরে হামলা মামলার ঘটনাও ঘটেছে। গতকাল রোববার রনি হোসেনের সাথে বেলাল হোসেনে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার বিকেলে বেলাল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানা পুলিশ। বেলাল হোসেনকে গ্রেফতারের খবর পেয়ে তার কর্মী সমর্থকরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে এসে বিক্ষোভ করে। সন্ধ্যায়ও তাকে ছেড়ে না দেওয়ায় তারা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাঠের গুড়ি ফেলে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

স্থানীয় যুবলীগ কর্মী তমাল হোসেন বলেন, গত ১৯ মার্চ সন্ধ্যায় ব্যবসায়ী রনি হাসান তার সহযোগিদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমন করে। এতে বেলাল হোসেন গুরুত্বর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা মামলায় রনি হোসেন সম্প্রতি জামিন নিয়ে আসেন। গতকাল রোববার (২৩ এপ্রিল) রনি হোসেনের সাথে বেলাল হোসেনে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। রনি হোসেন দায়ের করা মামলায় বেলাল হোসেনকে পুলিশ গেফতার করলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ বিষয়ে ধনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নেতাদের ভুল বুঝাবুঝি থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বেলাল হোসেনকে থানায় আনার পর তার কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দেয়ার পর আন্দোলনকারিরা সড়ক অবরোধ তুলে নিয়েছে।

শেয়ার