Top
সর্বশেষ

কুঁচে ও কাঁকড়া রপ্তানিতে ভর্তুকি প্রদানের নির্দেশনা

২৫ এপ্রিল, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
কুঁচে ও কাঁকড়া রপ্তানিতে ভর্তুকি প্রদানের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক :

দেশ থেকে কুঁচে ও কাঁকড়া রপ্তানিতে ভর্তুকি প্রদানের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে জীবন্ত, হিমায়িত ও সফটসেল কুঁচে ও কাঁকড়া রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদন করতে পারবে রপ্তানিকারকরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এ সংক্রান্ত এক নির্দেশনা বৈদেশিক মুদ্রায় লেনদেনের জন্য অনুমোদিত সকল ডিলারদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তক্রমে হিমায়িত ও সফটসেল কাঁকড়া রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সাথে বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের পরিবর্তে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র ফরম ‘খ-১’ অনুসারে দাখিল করতে হবে।

তবে উপরোল্লিখিত এফই সার্কুলারের নির্দেশনা অনুসারে কুঁচে ও কাঁকড়া (জীবন্ত) রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সাথে বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রত্যয়ন সনদপত্র (ফরম ‘খ-২’ অনুসারে) দাখিলের শর্ত পূর্বের ন্যায় বহাল থাকবে।

জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত এই নির্দেশনা সার্কুলার জারির তারিখ তথা আজ থেকে কার্যকর হবে। তবে আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত সকল এফই সার্কুলার/সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

সাধারণত, রপ্তানি খাত চাঙা করার মাধ্যমে বেশি কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই সরকার ভর্তুকি সুবিধা দিয়ে থাকে। চলতি ২০২২-২৩ অর্থবছরে বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বরাদ্দ দেওয়া রয়েছে ৮১ হাজার ৪৯০ কোটি টাকা। কিন্তু বছর শেষে বিভিন্ন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত চাহিদা কারণে ভর্তুকির পরিমাণ ২০ হাজার ৫১০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রণোদনা (রপ্তানি ও রেমিট্যান্স) খাতে ১৫ হাজার ২২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

বিপি/আজাদ

শেয়ার