Top
সর্বশেষ

মে মাসে বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা

২৫ এপ্রিল, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
মে মাসে বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা
স্পোর্টস ডেস্ক :

আগামী মে মাসে বাংলাদেশ সফর করতে আসছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দল। সেই সফরে টাইগার যুবাদের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ক্যারিবিয়ান যুবা দল।

সোমবার রাতে চূড়ান্ত সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি হবে সিলেটের আউটার মাঠে।

তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয় দল। ১৬ থেকে ১৯ মে সিলেটে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর ২৩ থেকে ২৬ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে দ্বিতীয় চার দিনের ম্যাচটি। সাদা পোশাকের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩০মে। এরপর সফর শেষে উইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশ ত্যাগ করবে ৩ জুন।

ম্যাচের সময়সূচি:
১ম টেস্টঃ ১৬-১৯ মে, ২০২৩
২য় টেস্টঃ ২৩-২৬ মে, ২০২৩
৩য় টেস্টঃ ৩০ মে-২ জুন, ২০২৩

শেয়ার