Top

ফরিদপুরে ইউনিয়ন পরিষদের নব নির্বাচিতদের শপথ গ্রহন

২৬ এপ্রিল, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
ফরিদপুরে ইউনিয়ন পরিষদের নব নির্বাচিতদের শপথ গ্রহন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কবি জসিম উদদীন হলে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানদের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী শপথ বাক্য পাঠ করান। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো্ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার