Top

ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড এর নির্বাচন

২৬ এপ্রিল, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড এর নির্বাচন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সাবেক সভাপতি ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী শেখ ফয়েজ আহমেদ জেলা প্রশাসকের কাছে গত মঙ্গলবার লিখিত অভিযোগ দাখিল করে ।

তিনি তার উল্লেখিত ৯ টি বিষয়ে অভিযোগে উল্লেখ করেন । আগামী ২৯ শে এপ্রিল ২৩ ইং তারিখে অনুষ্ঠিতব্য দি ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ।

ফরিদপুর জেলা সমবায় অফিসার মোঃ আলম হোসেন ও নির্বাচন কমিটির সভাপতি বোয়ালমারী উপজেলার সমবায় অফিসার মোঃ আফজাল হোসেন উক্ত সভাপতি প্রার্থীর আত্নীয় হবার সুবাধে তাকে বিজয়ী করার লক্ষ্যে রাতের আধারে নিস্ক্রিয় সমিতি/ বাতিল সমিতি গুলোকে সক্রিয় করে নিয়মনীতি মালা ভঙ্গ করে অডিট/ নির্বাচন দেখিয়ে কাগজপত্র ঠিক করে দিচ্ছেন যা উদ্দেশ্যমুলক ও প্রভাবিত করছে নির্বাচনের সার্বিক কার্যক্রম ।

শেখ ফয়েজ আহমেদ জেলা প্রশাসকের নিকট দাখিলি প্রমাণ যাচাই বাছাই করে উক্ত সভাপতি পদ প্রার্থী মোঃ ইমান আলী মোল্লার মনোনয়ন পত্র বাতিল করতে ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উক্ত নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে সদয় হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য , ফরিদপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড ২০২৩ ইং এর নির্বাচনে সাবেক সভাপতি শেখ ফয়েজ আহমেদ ও শ্রমিক নেতা মোঃ ইমান আলী মোল্লা সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছে ।

শেয়ার