দেশের তৈরি পোশাকের অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হচ্ছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ দশমিক ২২ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি। সাম্প্রতিক সময়ে আলোচিত বাজারগুলোর মধ্যে জাপানেই রপ্তানি বেড়েছে সবচেয়ে বেশি হারে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে এই আয় করেছে বাংলাদেশ। যা আগের অর্থবছরে ছিল ৮৪৯ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। সরকারি তথ্য বলছে, পূর্ব এশীয় দেশটিতে ২০২০ অর্থবছর থেকে দুই বছর আয় কিছুটা কমেছিল।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, জাপানিদের চাওয়া মতো মান ও দেশে সরকারের দেওয়া প্রণোদনার কারণে গত দশকে পোশাক রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। জাপানের চীন-প্লাস নীতি ও মূল নিয়মে শিথিলতার জন্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলেও জানান তারা।
সংশ্লিষ্টরা বলছেন, ২০১১ সাল থেকে কারখানায় তৈরি করা পোশাক পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এছাড়া ২০১৪ থেকে রপ্তানি আরও বেড়ে যায়।
এক সময় জাপানে পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে তিন স্তরে উৎসবিধির শর্ত ছিল। শুধু তুলাই আমদানি করা যেত। আমদানি করা তুলায় সুতা, সুতা থেকে কাপড় ও কাপড় থেকে পোশাক উৎপাদন করতে হতো। এ শর্তের কারণে জাপানে রপ্তানি সম্ভাবনা বাধার মুখে পড়ে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় উৎসবিধির শর্ত শিথিলের ঘোষণা দেয় জাপান সরকার। এরপর থেকে রপ্তানি বাড়তে শুরু করে।
২০২১ অর্থবছরে বাংলাদেশ ৯৪৪.৮২ মিলিয়ন ডলার আয় করে। জাপানে পোশাক রপ্তানি ২০১৯ অর্থবছরে ১.০৯১ বিলিয়ন ডলার আয় করেছিল। জাপানে নিট ও গার্মেন্টস পোশাক পণ্য রপ্তানি ২০১৩ অর্থবছরে ৪৭৮.৪৮ মিলিয়ন ডলার ছিল। যা ২০০৯ অর্থবছরে ছিল ৭৪.৩৩ মিলিয়ন ডলার।
ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জাপানে টেক্সটাইল ও পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো আসিয়ানের ওপর নির্ভর করে থাকে।
এতে বলা হয়, বাংলাদেশ ও নেপাল জাপানে রপ্তানির ক্ষেত্রে জিএসপি বা এমএফএন পুরোপুরি পায় না। কারণ জাপান আসিয়ানের অংশ নয়। ফলে তারা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) থেকে উপকৃত হয় না। এ কারণে পোশাক রপ্তানিতে দেশটিতে ৮.৫-৯% পর্যন্ত শুল্ক দিতে হয় তাদের।
চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত গত ৯ মাসে প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ কমেছে। ২৭ জাতির জোট ইইউতেও প্রবৃদ্ধি কিছুটা কম। এরমধ্যে জাপানে রপ্তানি বেড়েছে ৪৪ শতাংশ। রপ্তানি হয়েছে ১২২ কোটি ডলারের পোশাক, যা অপ্রচলিত বাজারের মধ্যে সবচেয়ে বেশি। গত অর্থবছরই ১০০ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়ে ১১০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় দেশটিতে।
এদিকে চারদিনের সফরে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষি, শুল্ক বিষয়ক, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার-নিরাপত্তা, শিল্প আপগ্রেডিং, বুদ্ধিভিত্তিক সম্পদ, জাহাজ পুনর্ব্যবহার এবং মেট্রোরেল বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জাপান।