Top
সর্বশেষ

কমেছে সূচক ও লেনদেন

১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
কমেছে সূচক ও লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, দর কমেছে ১৭৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০ টির।

ডিএসই ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৬ কোটি ৫৪ লাখ টাকা কমে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫ পয়েন্টে। সিএসইতে ২২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ০টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার