Top

পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ না থাকায় সংস্কার কাজে বিলম্ব

৩০ এপ্রিল, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ না থাকায় সংস্কার কাজে বিলম্ব
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদী ভাঙ্গন রক্ষা বাধ গুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে । ফরিদপুর জেলা পদ্মার নদী ভাঙ্গন কবলিত একটি জেলা । দীর্ঘ কয়েকবছর ধরে ফরিদপুর জেলার সিএন্ডবি ঘাট এলাকা থেকে শুরু করে সদর উপজেলা সহ চরভদ্রাসন , সদরপুর , ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে নদী ভাঙ্গন ও বর্ষা মৌসুমে পানিতে বিনষ্ট না হবার জন্য উক্ত উপজেলাগুলিতে ব্লক বাধ নির্মাণ ও কিছু শহর ঘেঁষে রাস্তাগুলোর পাশ দিয়ে মাটি দিয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছিল ।

সরেজমিনে গেলে ঐ সকল স্থানগুলো এখন সংস্কারের অভাবে পূর্বের ন্যায় ফিরে এসেছে লক্ষ্য করা যায় । তারমধ্যে রয়েছে ফরিদপুর শহরের টেপাখোলা বাসস্টান্ড থেকে ভাজনডাঙ্গা পর্যন্ত শহরে পানি প্রবেশ করতে না পারে সেজন্য মাটি দিয়ে বাধ নির্মাণ করা হয়েছিল, যা এখন বেশিরভাগ এলাকাগুলো থেকে পার্শ্ববর্তী বাড়ির পরিবারগুলো মাটি সরিয়ে ফেলেছে । এতে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ফরিদপুর শহরের ভেতর প্রবেশ করবে এবং শহরের জীবনে প্রভাব পড়বে।

অপরদিকে, নদী ভাঙ্গন কবলিত ৪টি উপজেলার বিভিন্ন পয়েন্টে নদী রক্ষা বাধ যা ব্লক দিয়ে করা হয়েছিল তা অনেক স্থানেই রক্ষণাবেক্ষণের অভাবে কোথায় ও ভেঙ্গে গেছে আবার কোথায় ও দেবে গেছে । ভেঙ্গে যাওয়া ও নিবে দেবে যাবার কারণে শত শত কোটি টাকার নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের টাকা ক্ষতি গ্রস্থ হচ্ছে । যা জরুরী ভিত্তিতে সংরক্ষণের প্রয়োজন ।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান , অর্থ বরাদ্দের অভাবে প্রয়োজনীয় সংস্কার কাজগুলি করতে পারছি না । জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য অর্থ চাওয়া হলেও সময়মত পাওয়া যায় না তাই সংস্কার করতে পারছি না, বিলম্ব হচ্ছে । সংস্কারের জন্য মন্ত্রণালয়ের নিকট অর্থ চেয়ে একাধিকবার চিঠি দেয়া হয়েছে ।

শেয়ার