Top

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত চার

৩০ এপ্রিল, ২০২৩ ৪:২৮ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত চার
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইজিবাইক ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাঘিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ওসি এইচএস জসিম উদ্দিন এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার বাঘিল গ্রামের আবুল কামালের মেয়ে রসনি আক্তার (১৩), জয়নাল আবেদীনের মেয়ে বিথি আক্তার (১৩), ইজিবাইক চালক আ. হাকিম (৬০) ধনবাড়ী উপজেলার নরিল্যা সাহা পাড়া গ্রামের ও হাদিরা বাজারের ভ্যান চালক গোলাম মোস্তাফা (৫০)। রসনি ও বিথি ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এদিকে এঘটনায় কমপক্ষে আরও ১৫ জন স্কুল শিক্ষার্থীসহ পথচাপরী আহত হয়। এ ঘটনায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্কুল শিক্ষার্থী, এলাকাবাসী ও পথচারীরা। বাসটি আটকিয়ে ভাংচুর করে তারা।

এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা পথ অবরোধ করলে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, ইউএনও আসলাম হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) ফারহানা আক্তার ও ফায়র সার্ভিসের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এতে তীব্র যাটজটেরও সৃষ্টি হয় এ মহাসড়কে।

শেয়ার