Top
সর্বশেষ

ব্লক মার্কেটে লেনদেন ১৬ কোটি টাকার

১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ১৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৩৮ লাখ ২০ হাজার ৩৩৭টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ২৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের।

এছাড়া আমান কটনের ১২ লাখ টাকার, আজিজ পাইপসের ৫ লাখ ২০ হাজার টাকার, বিডি থাইয়ের ৩১ লাখ ২৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩৯ লাখ ৬০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫৮ লাখ ৮০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২৩ লাখ ৭৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২৯ লাখ ৬৫ হাজার টাকার, জেনেক্সের ৫ লাখ ১০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৬ লাখ ২৮ হাজার টাকার, মীর আখতারের ৬ লাখ ৮৬ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২০ লাখ ৪০ হাজার টাকার, আরডি ফুডের ৬ লাখ টাকার, সাইফ পাওয়ারের ৫ লাখ ২ হাজার টাকার, সুহৃদের ৫ লাখ ১ হাজার টাকার এবং সোনারগাঁও টেক্সাটাইলের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার