Top
সর্বশেষ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

০১ মে, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুর প্রতিনিধি :

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার ( ০১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক। তিনি বলেন,আজ সোমবার আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে ভারত থেকে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

তবে এই চেক পোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। একদিন বন্ধের পর আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

শেয়ার