Top

বাখমুতে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত : যুক্তরাষ্ট্র

০২ মে, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
বাখমুতে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত : যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক :

গত পাঁচ মাসে ইউক্রেনের বাখমুত শহরে ২০ হাজারের বেশি রুশ সেনা মারা গেছে বলে বিশ্বাস করে হোয়াইট হাউস। আরও ৮০ হাজার আহত হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির নতুন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্র বলছে, মৃতদের অর্ধেকই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনা।

রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মস্কো গত বছর থেকে বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

এই ছোট শহরে মাত্র কয়েক হাজার বেসামরিক লোক থাকে। তবে এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রতীকী অর্থে উভয় পক্ষের জন্য বিশাল গুরুত্ব বহন করে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সৈন্যের রিজার্ভ কমাতে তারা যতটা পারছে তাদের হত্যা করেছে যুদ্ধের মাধ্যমে। শহরের একটি ছোট অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেন।

কিরবি বলেন, বাখমুতের মধ্য দিয়ে ডনবাসে আক্রমণে ব্যর্থ হয়েছে রাশিয়া। রাশিয়া উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারেনি।

তিনি আরও বলেন, আমাদের অনুমান রাশিয়ার এক লাখের বেশি সৈন্য হতাহত হয়েছে। যার মধ্যে ২০ হাজারের বেশি মারা গেছে।

তিনি ইউক্রেনের সৈন্যদের হতাহতের সংখ্যা বলতে পারেনি, কারণ তারা হামলার শিকার।

স্বাধীনভাবে প্রদত্ত পরিসংখ্যান যাচাই করতে পারেনি বিবিসি। মস্কো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিপি/এএস

শেয়ার