Top

মে দিবসে ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ আহত

০২ মে, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
মে দিবসে ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ আহত
আন্তর্জাতিক ডেস্ক :

পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দেশটির শতাধিক পুলিশ আহত হয়েছেন। মহান মে দিবসে দেশটিতে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এদিন ফ্রান্সজুড়ে হওয়া সংঘর্ষে বিপুল সংখ্যক আহতের এ ঘটনা ঘটে।

সোমবার বিক্ষোভের সময় ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটে এবং প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়। খবর বিবিসির।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে দেশজুড়ে সংঘর্ষে কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

তিনি বলেন, ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এতো বিশাল সংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এছাড়া সহিংসতার সময় ২৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে মে দিবসের বিক্ষোভে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষ অংশ নেন। সোমবারের এই বিক্ষোভের বেশিরভাগই শান্তিপূর্ণ হলেও উগ্রপন্থি দলগুলো এদিন পুলিশের ওপর পেট্রোল বোমা ও আগুন নিক্ষেপ করে।

জবাবে কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় পুলিশ। বিক্ষোভ ও সংঘর্ষে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়।

বিপি/এএস

শেয়ার