Top

গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

০২ মে, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম ওরফে ভেবল ও তার ছোট ভাই এসএম পারভেজ মিয়া ওরফে বুলবুলের বিরুদ্ধে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন- বাসাইল দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল ছাত্তার মিয়া ছেলে শাহ আলম ওরফে ভেবল (৬৫) ও এসএম পারভেজ মিয়া ওরফে বুলবুল (৫৫)।

গত সোমবার বাসাইল থানায় মতিউর রহমান নামের এক ব্যক্তি কাউন্সিলর শাহ আলম ওরফে ভেবল ও তার ছোট ভাই এসএম পারভেজ মিয়া ওরফে বুলবুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভোক্তভোগী মতিউর রহমান (৬০) বাসাইল দক্ষিণ পাড়া এলাকার মৃত হাজী ইউসূফ আলী মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) জেলার সখীপুর উপজেলার নাকশালা হাট থেকে মতিউর রহমান গরু বিক্রি করে আসার পথে বাসাইল মনি ক্লিনিকের সামনে পৌঁছালে পূর্ব শক্রতার জেরে আগে থেকেই উৎ পেতে থেকে ভেবল ও তার ছোট ভাই বুলবুল পথ রোধ করে ভেবল ও বুলবুল এলোপাতাড়ি ভাবে মারধর ও জখম করে।

এ সময় মতিউর রহমানের সাথে থাকা গরু বিক্রির এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত টাকার ছিনিয়ে নেয়। মতিউর রহমানের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ভেবল ও তার ছোট ভাই বুলবুল খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মতিউর রহমানকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মতিউর রহমান চিকিৎসাধীন অবস্থায় থাকার কারণে গত সোমবার থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত কাউন্সিল শাহ আলম ওরফে ভেবল বলেন, আমার ছোট ভাই বুলবুলের সাথে মতিউর রহমানের কথা কাটাকাটি হয়। এসময় আমি ঘটনা স্থলে উপস্থিত হয়ে আমার ছোট ভাইকে চড় থাপ্পর দিয়ে ঘটনা স্থল থেকে নিয়ে আসি। এই ঘটনার সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মতিউর রহমান নামের এক ব্যক্তির লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার