Top
সর্বশেষ

শ্রীপুরে ৫ বছরেও যে ব্রিজে উঠেনি কোন যানবাহন

০২ মে, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
শ্রীপুরে ৫ বছরেও যে ব্রিজে উঠেনি কোন যানবাহন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ :

গাজীপুরের শ্রীপুরে জনবহুল এলাকায় নির্মিত ব্রিজে ৫ বছরেও উঠেনি কোন যানবাহন! দুপাশে চলাচলের কোন রাস্তা নেই। যা আছে সেটুকুও ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে। স্থানীয়রা ব্রিজের উপড় বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রেখে দখলে রেখেছে ব্রিজ। ব্রিজে উঠার মতো কোন ধরনের ব্যবস্থা না থাকায় শুধু পায়ে হেঁটে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। জরুরি ভাবে অসুস্থ রোগীবাহী কিংবা পণ্যবাহী কোন পরিবহন চলাচলেরও কোন ব্যবস্থা নেই।

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বালিয়াপাড়া স্কুলের পাশে ঘনবসতি এলাকায় জনগুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মিত হয়েছে প্রায় ৫বছর আগে।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্টে নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৭/১৮ অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্বাবধানে ২৫লাখ ৭৪ হাজার ৬৭৯ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের ৫বছর অতিবাহিত হলেও যথাযথ ব্যবস্থার কারণে সুফল পায়নি এই জনপদের বাসিন্দাদের।

সরজমিনে ঘুরে দেখা যায়, ব্রিজের দক্ষিণ পাশে রয়েছে বালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আর উত্তর পাশে রয়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ বড় বেশ কিছু বসতবাড়ি। এই এলাকায় বাসবাস করে প্রচুর পরিমাণ মানুষ। ব্রিজে উঠার কোন ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত কোন পরিবহন উঠার সৌভাগ্য হয়নি ব্রিজটিতে।ব্রিজ দিয়ে কোন ধরনের পরিবহন চলাচল না করার কারণে দুপাশে ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদের ছেলে রাসেল আকন্দ বলেন, এ পর্যন্ত ব্রিজ দিয়ে কোন ধরনের গাড়িঘোড়া উঠতে দেখি না। মানুষ চলাচল করলে তো আর জঙ্গল হতো না। এই ব্রিজ নির্মাণ করার পর সংযোগ সড়কে মাটি ভড়াট না করায় এলাকাবাসী সব ধরনের পন্য পরিবহনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ব্রিজের দুপাশে ভালো রাস্তা থাকলে মানুষ ভালোভাবে চলাচল করতে পারতো। রাস্তা না থাকায় যানবাহন চলাচল করতে পারে না।

একই গ্রামের বাসিন্দা মৈজুদ্দিনের স্ত্রী রানু বেগম বলেন, ব্রিজ হলেও রাস্তার সংযোগ নেই। একজন অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। এত টাকা খরচ করে ব্রিজ নির্মাণ হলেও এলাকাবাসীর কোন কাজে লাগেনি।

বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম বলেন, বিগত পাঁচ বছর আগে নির্মিত এই ব্রিজটির সংযোগ সড়ক সংস্কার না করার কারণে স্কুলের ছাত্র-ছাত্রীসহ পাশের একটি আশ্রয়ন কেন্দ্রের মানুষগণ এবং এলাকাবাসীকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বরমী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ মহিলা আসনের সদস্য মনোয়ারা ইয়াসমিন বলেন,চেয়ারম্যান মাটি ভরাটের অনুধান দেয়না তাই কাজ করা সম্ভব হয়না।

শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুহিতুল ইসলাম বলেন, এই ব্রিজটি আমি যোগদানের পূর্বে করা। তবুও সরজমিনে খোঁজ খবর নিয়ে যথাযথ পদক্ষেপ নিবো।

শেয়ার