Top
সর্বশেষ

সংকটের মাঝে এফডিআইতে সুখবর

০৩ মে, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
সংকটের মাঝে এফডিআইতে সুখবর
নিজস্ব প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বছরখানেক ধরে উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি আয় হ্রাস, প্রবাসী আয়ে নিম্নগতি দেশের অর্থনৈতিক অবস্থাকে সংকটের মুখে ঢেলে দিয়েছে। তবে সংকটের এই দুঃসময়ে দেশে সুখবর বয়ে এনেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)। এক বছরের ব্যবধানে দেশে নিট এফডিআই বেড়েছে ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশে মোট এফডিআই এসেছে ৩৪৭ কোটি ডলার বা ৩ হাজার ৪৭৯ মিলিয়ন ডলার। আগের বছর যেখানে এসেছিল ২৮৯ কোটি ডলার বা ২ হাজার ৮৯৫ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০ দশমিক ১৮ শতাংশ। তবে গত তিন মাসের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমেছে ৩৬ দশমিক ০২ শতাংশ।

দেশের বিভিন্ন খাতে যে পরিমাণ সরাসরি বিদেশি বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ দেশে নিয়ে যাওয়ার পর অবশিষ্ট অঙ্ককে নিট এফডিআই বলা হয়। নিট এফডিআইয়ের সিংহভাগ বিনিয়োগ আসে বাংলাদেশের তৈরি পোশাক খাতে। তাছাড়া বিদ্যুৎ, ব্যাংক, প্রযুক্তি খাতেও এর উপস্থিতি দেখা যায়।

সংশ্লিষ্টদের মতে, দেশে চলমান নানান অর্থনৈতিক অঞ্চলগুলো ঘিরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আবহ তৈরি হয়েছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে এফডিআইয়ের হার আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে সংকটের মধ্যে বিদেশি বিনিয়োগ বাড়া দেশের অর্থনীতির জন্য মঙ্গল বয়ে আনবে বলে মত বিশ্লেষকদের।

এদিকে পুনর্বিনিয়োগকৃত আয় খাতে দেশে এফডিআই স্টক বাড়লেও ইকুইটি মূলধন ও আন্তঃকোম্পানি ঋণ কমেছে।

তথ্য অনুযায়ী, গত বছর দেশে পুনর্বিনিয়োগকৃত আয় ছিল ২৫১ কোটি ৪৯ লাখ ডলার বা ২ হাজার ৫১৪ মিলিয়ন ডলার। ২০২১ সালে এর পরিমাণ ছিল ১৫৬ কোটি ২৭ লাখ ডলার বা ১ হাজার ৫৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পুনর্বিনিয়োগকৃত আয় বেড়েছে ৯৫ কোটি ২২ লাখ ডলার বা ৬০ দশমিক ৯৮ শতাংশ।

গত বছরে দেশে ইকুইটি মূলধন আয় ছিল ১০২ কোটি ২৬ লাখ ডলার বা ১ হাজার ২২ মিলিয়ন ডলার। ২০২১ সালে এর পরিমাণ ১০৬ কোটি ৭৪ লাখ ডলার ছিল। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে আয় কমেছে ৪ কোটি ৪৮ লাখ ডলার বা ১০ দশমিক ১৯ শতাংশ। ২০২২ সালে আন্তঃকোম্পানি ঋণে স্লথগতি দেখে বিনিয়োগ তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা। ২০২১ সালে এ খাতে ১৯ কোটি ৪৫ লাখ আয় হলেও গত বছর ৫ কোটি ৭৬ লাখ ডলার বিনিয়োগ তুলে নিয়েছে।

শেয়ার