দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে সিটি ব্যাংক এনএর চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার (সিসিসিও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার (সিএএমএলও) এম আশিক রহমানকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) ৭৬২তম জরুরী কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন উর্ধ্বতন কর্মকর্তা বানিজ্য প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েকটি কারণে এম আশিক রহমানকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে অন্যতম কারণগুলো হলো যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং দক্ষতা বিবেচনায় নিয়েছে। একই সাথে ডিএসইর (বোর্ড ও প্রশাসন প্রবিধান), ২০১৩-এর বিধিমালা অনুসারে যথাযথ মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়।