Top

আয়েশা আবেদ ফাউন্ডেশনে অগ্নিকাণ্ড

০৭ মে, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
আয়েশা আবেদ ফাউন্ডেশনে অগ্নিকাণ্ড
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ পৌর এলাকার ঢাকা আরিচা মহাসড়কের পাশে আয়েশা আবেদ ফাউন্ডেশনের মোমব্রাশ ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ দুপুর দুইটার দিকে হঠাৎ করেই ইউনিটে আগুন লেগেছে বলে জানা যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে আয়েশা আবেদ ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এবিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারেনি। এদিকে ফায়ার সার্ভিস প্রায় একঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এবিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী কমিশনার শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ইউনিটটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এটি একটি মোমের ব্যাবহার হয় এমন ইউনিট। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে পাশেই পর্যাপ্ত পরিমাণে পানি থাকায় দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও জানান, ইতোমধ্যে আমরা আয়শা আবেদ ফাউন্ডেশনকে জানিয়ে ছিলাম যে তাদের অগ্নিনির্বাপক ব্যাবস্থা তেমন ভালো নেই। তারা এ বিষয়ে তেমন একটা গুরুত্ব দেয়নি। অগ্নিকাণ্ডের ঘটনাটি অনেকটা দায়িত্বশীলতার অভাবেই ঘটেছে বলেও ধারণা করেন ফায়ার সার্ভিসের উপসহকারী কমিশনার।

অপরদিকে ফাউন্ডেশনের সেন্টার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে গেলে তার অফিস কক্ষে তাকে পাওয়া যায়নি। তবে ফাউন্ডেশনের অফিসার কমপ্ল্যাইন্স মোঃ মাঈন উদ্দিন কাউসার বলেন, লাঞ্চের বিরতিতে আমরা বাইরে ছিলাম। হঠাৎ শুনতে পাই আগুন লেগেছে। সাথে সাথে আমরা আমাদের তৎক্ষনাৎ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যাবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফাউন্ডেশনের অগ্নিনির্বাপক ব্যাবস্থার তেমন ভালো প্রস্তুতি নেই এপ্রসঙ্গে ফায়ার সার্ভিসের নোটিশ নিয়ে এই কর্মকর্তা অস্বীকার করেন। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনি তেমন কিছু বলা যাবে না বলেও জানান তিনি। যে ইউনিটে আগুন লেগেছে তাতে আট থেকে দশজন কর্মী কাজ করে বলে জানা গেছে।

শেয়ার