Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

আজমতের দুঃখ প্রকাশে তদন্ত করবে না সিইসি

০৭ মে, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
আজমতের দুঃখ প্রকাশে তদন্ত করবে না সিইসি
নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তাতে দুঃখ প্রকাশ করেই এদফা পার পেয়ে গেলেন তিনি। ইসির তলব পেয়ে আজ রোববার ঢাকায় নির্বাচন ভবনে উপস্থিত হন আজমত। আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর এমন হবে না।

তার কথায় সন্তুষ্ট হয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়েছেন তারা, এনিয়ে আপাতত আর এগোবেন না তারা।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লার বিরুদ্ধে মনোনয়নপত্র জমার সময় সদলবলে যাওয়া এবং তার পক্ষে স্থানীয় সংসদ সদস্য দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠে।

রিটার্নিং কর্মকর্তা সতর্ক করার পরও রাজধানীর পাশের নগরীর নির্বাচনের বিষয়টিতে গুরুত্ব দিয়ে ইসি আজমতকে তলব করে। কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে। তলবের সেই আদেশ রোববার বেলা ৩টায় সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য দেন আজমত।

আধা ঘণ্টাকাল ইসির কাছে বক্তব্য তুলে ধরে বেরিয়ে আজমত সাংবাদিকদের বলেন, “আমার জ্ঞাতসারে আমি আচরণবিধি লঙ্ঘন করিনি। স্পষ্টভাবে কমিশনে বলেছি, ভবিষ্যতে আচরণবিধি ভঙ্গ হবে না। সে প্রতিশ্রুতি দিয়েছি।

“আমার বক্তব্য উনারা নিয়েছেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্ত আসবে মেনে নেব। আমার অবস্থান তুলে ধরেছি।”

মনোনয়নপত্র জমার সময় পাঁচজনের বেশি লোক সঙ্গে নিয়ে যাননি দাবি করেন নৌকার মেয়র প্রার্থী। তিনি বলেন, “এটা ঠিক নয়, মিছিল নিয়ে মনোনয়ন জমা দিইনি, স্লোগান দিইনি। আমি ৫ জন নিয়ে গিয়েছি, আপনারা (সাংবাদিক) ছিলেন কমপক্ষে দেড়শ জন।”

তার পক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভোট চাওয়া নিয়ে আজমত বলেন, “হয়ত অজ্ঞতার জন্য হতে পারে। এটা সিটি করপোরেশনের বাইরে। মন্ত্রীকে ডাকলে তা বলতে পারবেন।”

সিইসি হাবিবুল আউয়াল আওয়ামী লীগ প্রার্থীর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন বলে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “অত্যন্ত বিনয়ের সঙ্গে উনি (আজমত ) দুঃখ প্রকাশ করেছেন। আগামীর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। ভুল কিছুটা অজ্ঞতাবশত হয়েছে। স্থানীয় প্রশাসনের মতামত নিয়ে দুয়েকটা সভা হয়েছে সিটি এলাকার বাইরে।”

সিইসি বলেন, “উনার বক্তব্যে আমরা সন্তুষ্ট। আমাদের সাথে কো-অপারেট করে ভবিষ্যতে যাতে আচরণবিধি প্রতিপালিত হয়, সেটা সর্বোতভাবে চেষ্টা করবেন। আমরা শোডাউনকে বড় করে দেখেছি। উনি বলেছেন, যদি ভঙ্গ হয়ে থাকে উনি দুঃখিত, অনুতপ্ত।”

এনিয়ে তদন্ত আর এগোবে না বলে জানান তিনি।

শেয়ার