Top
সর্বশেষ

বিকাশ অ্যাপ থেকে ১৭৫ কোটি টাকা ঋণ বিতরণ

০৭ মে, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
বিকাশ অ্যাপ থেকে ১৭৫ কোটি টাকা ঋণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :

কোনোরকম জামানত নেই, নেই কোনো কাগজ-পত্রের ঝামেলা, কোথাও যেতেও হয় না। নির্ধারিত সুদ হারে পরিশোধও সহজ। বাংলাদেশের মানুষের কাছে এতসব সুবিধাযুক্ত ন্যানো লোন প্রথম নিয়ে এসেছে বিকাশ। এক বছরের সফল পাইলট প্রকল্প শেষে ২০২১ সালের ডিসেম্বর মাসে বিকাশের মাধ্যমে সিটি ব্যাংকের ন্যানো লোন সেবা বাণিজ্যিকভাবে শুরু হয়।

বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এখন পর্যন্ত সিটি ব্যাংক থেকে ১৭৫ কোটি টাকা ঋণ নিয়েছেন বিকাশ গ্রাহকরা, যার ১২৫ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। মেয়াদান্তে বাকি ঋণ পরিশোধ প্রক্রিয়া চলমান আছে।

রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা রেজার ঋণ নেওয়ার অভিজ্ঞতাটা ছিল ভিন্ন। ঈদের আগে পরিবারের জন্য কেনাকাটার সময় হঠাৎ কিছু টাকা ঘাটতি পড়ে। ওই মুহূর্তে অন্য কোনো উৎস থেকে টাকা না পেলে আবার পরে কেনাকাটায় যেতে হতো। হয়তো সবার শখের জিনিসগুলোও কেনা হতো না।

বিকাশ দিয়ে সেন্ড মানি, পে বিল, মোবাইল রিচার্জসহ অনেক কাজই করা হয়। জামানত ছাড়া হঠাৎ এই লোন পাওয়ার সুবিধার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘২০১৪ সালের দিকে একবার ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম। কাগজপত্র প্রসেস করে লোন পেতে এত সময় লেগেছিল যে, পরে আর যেতে ইচ্ছা হয়নি।’

বিকাশ অ্যাপ থেকে ঋণ পরিশোধ করা খুবই সহজ। পরিশোধের নির্ধারিত তারিখের আগেই নোটিস আসে, ফলে নিজেকে স্মরণ রাখতে হয় না। বিকাশ যে তাৎক্ষণিক জামানতবিহীন ঋণের সাথে পরিচয় করালো, তা অনেকের জীবনকেই সহজ করে দিচ্ছে।

ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ মানুষকে কাগজবিহীন ডিজিটাল পদ্ধতিতে ঋণ পাওয়ার যোগ্যতা বিবেচনায় তাৎক্ষণিক ঋণ দেওয়া এবং একইসাথে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও কার্যকর করার উদ্দেশ্য নিয়ে এই ঋণের যাত্রা শুরু হয়। যোগ্যতা সাপেক্ষে গ্রাহক তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন। বার্ষিক ৯ শতাংশ ইন্টারেস্টে তিনটি মাসিক ইনস্টলমেন্টে বিকাশ অ্যাপ থেকেই ঋণ পরিশোধ করার সুযোগও রয়েছে। প্রযুক্তির সহায়তায় দৈনিক হারে ইন্টারেস্ট নির্ধারিত হয়। ফলে, একজন ঋণ গ্রহীতা মেয়াদপূর্তির আগেও ঋণ পরিশোধ করতে পারেন এবং সেক্ষেত্রে তাকে শুধুমাত্র সেই ক’দিনের জন্যই সুদ বহন করতে হবে। অগ্রিম নিষ্পত্তির জন্যও কোনো বাড়তি খরচ নেই।

ঋণ নেওয়ার পদ্ধতি:
গ্রাহককে তাদের বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোন’ আইকনে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত ঋণের পরিমাণ লিখতে হবে এবং শর্তাবলীতে সম্মতি দিতে হবে। এরপর বিকাশ পিন দিলে সাথে সাথেই বিকাশ অ্যাকাউন্টে ঋণের টাকা পেয়ে যাবেন গ্রাহক।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘মানুষের আর্থিক লেনদেনকে সিম্পল ও স্মার্ট করতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন সকল পেশাজীবী মানুষের জন্য দারুণ স্বস্তির। ব্যাংকে না গিয়েই ব্যাংকের লোন সব শ্রেণির বিকাশ গ্রাহকের কাছে তাদের ক্রেডিট রেটিং অনুসারে ডিজিটাল পদ্ধতিতে পৌঁছে দেওয়ার মাধ্যমে ইতোমধ্যেই অনন্য উদাহরণ তৈরি হয়েছে, যা বাংলাদেশে প্রথম। সামনের দিনে আরও বড় পরিসরে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ন্যানো লোন দেওয়ার পথ সুগম করতে বিকাশের এই অনন্য উদ্যোগ অব্যহত থাকবে।’

শেয়ার