Top

বিদেশিদের পাঠানো অর্থে অভিন্ন কর কার্যকর

০৯ মে, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
বিদেশিদের পাঠানো অর্থে অভিন্ন কর কার্যকর
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে কার্যরত বিদেশি বা প্রতিষ্ঠানের আয়ের অর্থ তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর নির্দেশ মানতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

কর কাটার কর্তনের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল মার্কেটিং বা অনলাইন ব্যবসায়ীদের কর কাটার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যায় উল্লেখ করা হয়ছে যে, ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কন্টেন্টের প্রমোশন বা বিপণন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে।

এক্ষেত্রে প্রযোজ্য করহার আগামী ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ। কিন্তু কোন টেলিভিশন বা রেডিওতে প্রচারিত কন্টেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না।

তবে টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোন বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা এডভেটাইসম্যান্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে করহার ২০ শতাংশ।

বিপি/এএস

শেয়ার