Top

চাঁদাবাজির মিথ্যে অভিযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

০৯ মে, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
চাঁদাবাজির মিথ্যে অভিযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুর নড়িয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও ঘড়িসার বাজার বনিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক মাল ও বনিক সমিতির সদস্য ও বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যে অভিযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজার বনিক সমিতির কার্যালয়ে বেলা ১১টা এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নড়িয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ঘড়িসার বাজার বনিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক মাল জানান, বাজার এর প্রতিষ্ঠা কাল থেকে শত বছর আগের এই বাজার ও টয়লেট। আর সেই টয়লেট যাওয়ার রাস্তা যা দিয়ে বাজারের ব্যাবসায়ীদের সরকারি টয়লেটে যায় ও সরকারি কলের পানি সরবরাহ নেয়। আর সেই টিউবওয়েল ও টয়লেটে যাওয়ার রাস্তাটি মনির চোকদার বেড়া দিয়ে বন্ধ করে দেয়। আর সেই কারনে বাজারের দোকানদাররা মনির এর দেয়া বেড়াটি খুলে ফেলে। আমি খবর পেয়ে

মনির হোসেন চোকদারকে ফোন দিয়ে জানতে চাই কেন তিনি ব্যবসায়ীদের টয়লেটে যাওয়ার রাস্তাটি বন্ধ তাকে বনিক সমিতিতে কাগজ পত্র নিয়ে আসতে বলি। কিন্তু মনির বনিক সমিতিতে না আইসা নড়িয়া থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এমন মিথ্যে অভিযোগে ক্ষিপ্ত হয়ে উঠেছে বাজারের ব্যবসায়ীরা । উত্তেজনা বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। বাজারের পঞ্চাশ বছরের অধিক সময় ধরে এই রাস্তা ব্যবহার করছে। রাস্তাটি বন্ধ হলে মানুষ টয়লেটে যাবে কি করে। আমরা এর সুষ্ট তদন্ত ও বিচার দাবি করছি।

এদিকে ঘড়িসার বাজার বনিক সমিতির সদস্য ও বাজারের ব্যবসায়ীরা সমিতিতে জরোহয়ে এর সুষ্ঠো তদন্ত ও এর বিচার দাবি ও টয়লেটে যাওয়ার রাস্তাটি যেন কেউ না আটকায় এ দাবি করা হয়। বনিক সমিতির নেতারা আরো বলেন চাঁদা বাজির মতো এত বড় মিথ্যা অভিযোগ যারা করেছে তাদের দৃস্টান্ত মুলক সাস্তি দাবি করি। মনির হোসেন চোকদারের দোকান ঘর কেউ ভাঙ্গেনি। তার কাছে কেউ চাঁদাও চায় নি। সে টয়লেটে যাওয়ার রাস্তাটি দখল করতে না পেড়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়

শেয়ার