Top

নিলাম ছাড়াই ভাঙলেন সরকারী হাসপাতালের নিরাপত্তা ওয়াল

১১ মে, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
নিলাম ছাড়াই ভাঙলেন সরকারী হাসপাতালের নিরাপত্তা ওয়াল
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ :

কুড়িগ্রামের চিলমারীতে কোনো প্রকার নিলাম ছাড়াই সরকারী হাসপাতালের নিরাপত্তা ওয়াল ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এছাড়াও ওই দেয়ালের ইট আত্মসাতের খবরও পাওয়া গেছে। ভেঙে ফেলা ওয়ালের ইটগুলো পরবর্তীতে নিলাম করার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হাসপাতালে সরেজমিন গিয়ে ওয়াল ভেঙে ফেলে নতুন ভাবে তৈরি করার সত্যতা পাওয়া গেছে। সরকারী হাসপাতালের চারদিকের নিরাপত্তা ওয়াল গুলোর মধ্যে হাসপাতালের প্রবেশদ্বারের বাম দিকে অর্থাৎ দক্ষিণ পার্শ্বের প্রায় ৮০ থেকে ১০০ ফিট দৈর্ঘ্যর নিরাপত্তা ওয়াল ভেঙে ফেলে নতুন করে ওয়াল নির্মাণের কাজ করছে শ্রমিকরা। এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বরত সাইফুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মৌখিক একটি চুক্তি হয়েছে। যদি ওয়াল ভাঙার জন্য শ্রমিকদের খরচ দেন তাহলে ইটগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝাই দিবো। আর আমরা যদি নিজ খরচে ওয়াল ভেঙে ফেলি তাহলে ইট গুলো আমাদের কাজে ব্যবহার করব ।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, দেয়াল ভেঙে ফেলা হয়েছে। পরবর্তীতে ইটগুলো নিলামের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার