Top
সর্বশেষ

সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনে বড় উত্থান

০৮ আগস্ট, ২০২০ ১১:৩১ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনে বড় উত্থান

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে লেনদেনেও বড় উত্থান হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০ শতাংশ। অন্যদিকে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৫০.৪০ পয়েন্ট বা ৩.৫৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ১২ শতাংশ শেয়ারের। অন্যদিকে দর অপরিবর্তিত রয়েছে ১৬ শতাংশ কোম্পানির।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ কর্মদিবস। আলোচ্য সময়ে ডিএসইতে ২ হাজার ৯০৩ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৩০ শতাংশ কম। আগের সপ্তাহে ২ হাজার ২৩৩ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইএক্স এর অবস্থান দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৪ পয়েন্ট। যা আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৫৭ শতাংশ বা ১৫০ দশমিক ৪০ পয়েন্ট বেশি।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির সূচক ডিএসই৩০  আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৮৯ শতাংশ বা ৫৫ দশমিক  ২৪ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৩ দশমিক ৫৪ শতাংশ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৯৭ কোটি ২৭ লাখ ১ হাজার টাকা। সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। সুত্রঃ অর্থসূচক

শেয়ার