খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মধু শনিবার দুপুরে রংপুর নগরীর দর্শনা পল্লী নিবাসে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়াতর করতে হসে সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, আওয়ামী লীগ সরকার পরপর দুটি নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে সরকারকে সচেতন হতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে।
তিনি বলেন, ইভিএমে ভোট প্রদান নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মানুষজন এখনও জানেন না। তাই খুলনা সিটিতেও ইভিএমে ভোট প্রদানের পদক্ষেপ বাতিল করা প্রয়োজন ছিল। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করেছে নির্বাচন কমিশন। এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্টানিক ভাবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম শুরু করেন জাতীয় পার্টির এই মেয়র প্রার্থী। এর আগে তিনি কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ।
মেয়র প্রার্থী মধু বলেন, এরশাদ ক্ষমতায় থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশন, পুলিশ লাইন্স, সড়কের সোডিয়াম বাতি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, যাদুঘর করেছেন। খুলনায় রাস্তা হয়েছে। জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএ আল মামুন, ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত জীবনসহ জাতীয় পার্টির স্থানীয় নেতারা।