বাংলাদেশে স্যামসাং মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক্স পণ্যের পরিবেশক ও উৎপাদক হিসেবে পরিচিত ফেয়ার গ্রুপকে ভুটানের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ডা. তান্ডি দর্জি। বাংলাদেশে পাঁচদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে ফেয়ার গ্রুপ চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবের সঙ্গে প্রতিষ্ঠানটির বনানীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
ফেয়ার গ্রুপের উচ্ছ্বসিত প্রশংসা করে ভুটানের সফররত পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ডা. তান্ডি দর্জি বলেন, ভুটানের তরুণদের দক্ষতা উন্নয়নে অসাধারণ সমর্থন দিয়ে ফেয়ার গ্রুপ দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আগামীতে তা অব্যাহত রাখার এবং বিনিয়োগ ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে।
এ সময় ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্তসিল এবং ফেয়ার গ্রুপের পরিচালক ও ফেয়ার টেকনোলজি লিমিটেডের সিইও মুতাসসিম দায়ান উপস্থিত ছিলেন ।
ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ডা. তান্ডি দর্জি জানান, বাংলাদেশ থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে ভুটান তার দক্ষিণাঞ্চলে আড়াই হাজার একর জমি নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিশেষ আইন প্রণয়ন এবং সব ধরনের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তিনি ফেয়ার গ্রুপের প্রতি অনুরোধ জানান।
এ অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ‘আমরা সেখানে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে দেখব। সব দিক থেকে উপযোগী হলে অবশ্যই ভুটানে বিনিয়োগ করব। ভুটান থেকে খাদ্যপণ্য আমদানি এবং ভুটানের তরুণদের দক্ষতা উন্নয়ন সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন মাহবুব।
ভুটানের একদল তরুণ-তরুণীকে গত বছর স্মার্টফোন, কনজুমার ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সার্ভিসিংয়ে এক মাসের আবাসিক প্রশিক্ষণ দেয়ায় ফেয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র বানিজ্যমন্ত্রী ডা. তান্ডি দর্জি। ভুটানের আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে এই প্রশিক্ষণ সুবিধা দেওয়ার অনুরোধের সম্মতি জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান।
এ সময় তিনি ময়মনসিংহ মেডিকের কলেজে এমবিবিএস অধ্যায়নকালের স্মৃতিচারণ করে ডা. দর্জি বলেন, এ দেশে কাটানো আমার সাত বছর অত্যান্ত মূল্যবান। বাংলাদেশ আমার সেকেন্ড হোম।
ভুটানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা কিনলে শেরিং, কেচো নিলে গিলে মাই শেডিং এবং ফেয়ার গ্রুপের উপদেষ্টা এন এম জিয়াউল আলম, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, হেড অফ বিজনেস স্ট্র্যাটেজি কমিউনিকেসন্স হাসনাইন খুরশেদ এ সময় উপস্থিত ছিলেন।