Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৯০ ভাগ বীমা খাতের কোম্পানি

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৯০ ভাগ বীমা খাতের কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৯১ বারে ৩ লাখ ৪৮ হাজার ২০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি  টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া প্যাসিফিকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২৩৯ বারে ১ লাখ ৬২ হাজার ২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৯২৫ বারে ১ লাখ ৬০ হাজার ১২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

শেয়ার