Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে বেক্সিমকো

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬ হাজার ৩০১ বারে ২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার ১৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫৮কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৭ বারে ২ লাখ ৪১ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা সাইনপুকুর সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৭৫ বারে ১৭ লাখ ৫৮ হাজার ২৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এসএস স্টীলের ৪ দশমিক ৮৭ শতাংশ, যমুনা ব্যাংকের ৪ দশমিক ৪৪ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪ দশমিক ৩৪ শতাংশ, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং স্টেশনের ৪ দশমিক ৩২ শতাংশ, সিঙ্গার বিডি ৩ দশমিক ৯৮ শতাংশ, গোল্ডেন সনের ৩ দশমিক ৬৮ শতাংশ ও লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ৩ দশমিক ৬২ শতাংশ কমেছে।

শেয়ার