Top
সর্বশেষ

কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ বেড়েছে ১০ গুণ

১৬ মে, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ বেড়েছে ১০ গুণ
ইকবাল আজাদ :

বাজেটের ঘাটতি পূরণে প্রতিবছর ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক খাত থেকে ঋণ নিয়ে থাকে সরকার। কিন্তু ব্যাংকবহির্ভূত খাত থেকে ঋণ নেওয়া জাতীয় সঞ্চয়পত্র ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা ট্রেজারি বিল, বন্ডের চড়া সুদে সরকারকে আদতে লোকসানই গুনতে হয়। ফলে নন-ব্যাংকিং খাত ছেড়ে ব্যাংকিং চ্যানেলে বেশি ঝুঁকছে সরকার। আবার বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কিনতে বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা জমা রাখে। এতে কিছু ব্যাংক থেকে অতিরিক্ত টাকা চলে আসায় সেখানে দেখা দিয়েছে তারল্য সংকট। এদিকে বাংলাদেশ ব্যাংকের কাছে অতিরিক্ত টাকা জমা হওয়ায় এখানে আইডল মানির (অবিনিয়োগকৃত টাকা) হার বেড়ে যাচ্ছে। ফলে সরকারের ঋণের সিংহভাগ জোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

গত এপ্রিল পর্যন্ত সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৮৬ কোটি টাকা, যেখানে চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ ৫৯ হাজার ৯৯৩ কোটি টাকা ছিলো। অর্থাৎ ২০২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে সরকার প্রধান ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৭৪ হাজার ৩৯৩ কোটি টাকা। তবে ২০২২ অর্থবছরের একই সময় পর্যন্ত সরকার বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ৭ হাজার ১৬২ কোটি টাকা ঋণ নিয়েছিলো। হিসাব অনুযায়ী, বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার হার বেড়েছে ১০ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় সরকার এবারের ঋণের পদ্ধতি পুরোপুরি উল্টে বসেছে। ২০২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মধ্যে সরকার বেশি ঋণ নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে, যেখানে এবারের বাণিজ্যিক ব্যাংকে ঋণের হার কমে এসেছে কয়েকগুণ। হিসাব অনুযায়ী, ২০২২ এর এপ্রিল পর্যন্ত সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২৬ হাজার ৮৪৬ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের একই সময় পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার মাত্র ৭ হাজার ৬৬৩ কোটি ঋণ নিয়েছে। অর্থাৎ বছরের ব্যবধানে বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ কমেছে ১৯ হাজার ১৮৩ কোটি টাকা। এতে স্পষ্ট বাজেটের ঘাটতি পূরণে সরকার এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে অস্বাভাবিক অঙ্কের ঋণ নিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘাটতি অর্থায়ন পূরণ করা অনেকটা টাকা ছাপিয়ে অর্থায়ন স্থিতিশীল করার মতো, যা অর্থ সরবরাহকে অনেকাংশে কমিয়ে দেয়। এতে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভবনা তৈরি হয়। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে আমাদের বাজেট ঘাটতির পরিমাণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং বাজেট ঘাটতি বৃদ্ধি আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অনেকটা কঠিন করে দেয়। আর মূল্যস্ফীতি বাড়লে আমাদের অর্থনীতির স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সরকারকে নতুন করে ঋণ দিয়েছে ৭৪ হাজার ৩৯৩ কোটি টাকা। আর বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ সময়ে ঋণ কমেছে ১৯ হাজার ১৮৩ কোটি টাকা। ফলে প্রথম দশ মাসে সরকারের নিট ঋণ বেড়েছে ৫৫ হাজার ২১০ কোটি টাকা। মূলত বাজারে তারল্য বাড়াতে বাণিজ্যিক ব্যাংকে ঋণ কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহ বাড়ানোর এ কৌশল নিয়েছে। অবশ্য আগামীতে বাণিজ্যিক ব্যাংকের হাতে তারল্য বাড়লে তখন কেন্দ্রীয় ব্যাংক এসব বিল ও বন্ড বাজারে ছেড়ে দেবে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মেজবাউল হক বাণিজ্য প্রতিদিনকে বলেন, প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি কমে আসায় বাংলাদেশ ব্যাংকের হাতে অতিরিক্ত অর্থ থেকে যাচ্ছে। এতে যে কোন ব্যাংকই এই অতিরিক্ত টাকা ঋণ দিতে চাইবে। ফলে, বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত অর্থ সঞ্চিত থাকায় সরকারকে ঋণ প্রদানে দেশের ব্যাংকিং খাতে এবং অর্থনীতিতে তেমন কোন ক্ষতি হচ্ছে না।

তিনি বলেন, বাজেটের ঘাটতি পূরণে সরকার ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ নিয়ে থাকে। এই ঘাটতির মূল কারণ হলো সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়া। সরকারের প্রতি আমাদের সবসময় পরামর্শ থাকে, নিজস্ব আয় বাড়িয়ে বাজেটের ঘাটতি সমন্বয় করা। এতে ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার প্রয়োজন কমে আসবে। তাতে দেশের অর্থনীতির গতি কয়েকগুণ বৃদ্ধি পাবে।

এর আগে চলতি অর্থবছরের আগস্ট শেষে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ স্থিতি দাঁড়িয়েছিলো ২ লাখ ৬৭ হাজার ৫২ কোটি টাকা। এর পরের মাসে ঋণ স্থিতি দাঁড়ায় ২ লাখ ৮২ হাজার ৭১২ কোটি টাকায়। নভেম্বর মাসে ঋণের স্থিতি দাঁড়িয়েছিলো ২ লাখ ৯৯ হাজার ১১৯ কোটি টাকা। বছরের শেষ মাস ডিসেম্বর শেষে যার পরিমাণ ছিলো ৩ লাখ ২ হাজার ৪৩৪ কোটি টাকা। এপ্রিলে এসে যার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৫৬ হাজার ৩৬৯ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের চার মাসে ব্যাংক খাতে সরকারের ঋণ স্থিতি বেড়েছে ৫৩ হাজার ৯৩৫ কোটি টাকা। হিসাব অনুযায়ী প্রতি মাসেই ব্যাংক খাতে সরকারের ঋণ বাড়ছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণের হার অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।

বিপি/এএস

শেয়ার