Top
সর্বশেষ

সঞ্চয়পত্রে নিয়মের জটিলতায় আসছে শিথিলতা

১৬ মে, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
সঞ্চয়পত্রে নিয়মের জটিলতায় আসছে শিথিলতা
নিজস্ব প্রতিবেদক :

মধ্যবিত্ত পরিবারের জন্য সঞ্চয়ে উচ্চ মুনাফা এবং সর্বোচ্চ নিরাপত্তার বড় আস্থার নাম ছিলো ‘জাতীয় সঞ্চয়পত্র।’ কিন্তু নিয়মের নানান জটিলতায় সঞ্চয়পত্রের বিনিয়োগে ভাটা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বিড়ম্বনার নিয়ম ছিলো, সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা বিনিয়োগে বাধ্যতামূলক বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন প্রদর্শন। এবার সেই নিয়মে কিছুটা শিথিলতা আসছে। আগামীতে ৫ লাখ টাকা বিনিয়োগে এই নিয়ম আর থাকবে না বলে আশা করা হচ্ছে।

জানা যায়, আগামী ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য এই সুখবর দিতে চলেছে সরকার। বর্তমানে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে হলে আগের বছরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেওয়া আয়কর রিটার্নের অনুলিপি দেখাতে হয়। এ ক্ষেত্রে নতুন বাজেটে ছাড় পাচ্ছে সঞ্চয়পত্র কেনা মধ্যবিত্ত পরিবারগুলো।

এনবিআর সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে পাঁচ লাখ টাকার সীমা কিছুটা বাড়ানো হতে পারে। এই সীমা বাড়িয়ে ৮ থেকে ১০ লাখ টাকা করা হতে পারে। এর ফলে আগামী দিনে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে গেলেও রিটার্নের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক হবে না।

দেশের বিপুলসংখ্যক মধ্যবিত্ত পরিবার সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে সংসার খরচের একটি অংশের জোগান দেয়। আবার অনেকে সন্তানদের ভবিষ্যতের জন্য পেনশনের টাকা বিনিয়োগ করে সঞ্চয়পত্রে। উচ্চ সুদ এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হওয়ায় এই খাতে মানুষের আগ্রহ ছিলো কয়েকগুণ। এতে একটা সময় দেখা যেত, সঞ্চয়পত্রে বিনিয়াগ করতে ব্যাংক-ডাকঘর জুড়ে সাধারণ মানুষের লাইন পড়ে আছে। কিন্তু নিয়মের বিড়ম্বনায় বর্তমানে তা প্রায় শূণ্যের কোটায় নামতে চলেছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকার মধ্যবিত্তদের সঞ্চয়পত্র কেনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নিতে যাচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২২–২৩ অর্থবছরে সঞ্চয়পত্র কেনার চেয়ে সঞ্চয়পত্র ভাঙানো হচ্ছে বেশি। দেশে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় আগের কেনা সঞ্চয়পত্র ভেঙে সংসারের খরচ চালাচ্ছেন অনেকে। এর ফলে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি কমে গেছে।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ২০২২-২৩ এর প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র বিক্রি কমেছে। বিক্রির পরিমাণ এত তলানিতে যে, বিক্রির টাকা দিয়ে গ্রাহকদের আগে বিনিয়োগ করা সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধ করাও সম্ভব হয়নি। এমনকি বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ছিল তাও হয়নি পূরণ। এরমধ্যে প্রথম ছয় মাসে এ খাত থেকে কোনো ঋণ পায়নি সরকার।

আলোচিত ৯ মাসে ৬২ হাজার ৬৫৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আর সরকার এই খাতের মোট পরিশোধ করেছে ৬৬ হাজার ৮১৯ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে আরও ৪ হাজার ১৬১ কোটি টাকা সরকারি কোষাগার বা ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত পরিশোধ করতে হয়েছে।

গত মার্চ মাসে মোট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৬ হাজার ৭৯৫ কোটি টাকার। তবে সরকারকে মূল ও মুনাফা বাবদ পরিশোধ করতে হয়েছে ৭ হাজার ৪৪৭ কোটি টাকা। অর্থাৎ সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পরিশোধ হয়েছে ৬৫২ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ে (২০২২ সালের মার্চ) নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৮১৫ কোটি টাকা।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে ভাঙানোর পরিমাণ বেশি হয়েছে। প্রথম মাস জানুয়ারিতে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ৩৭ কোটি ৪৩ লাখ টাকা, ফেব্রুয়ারিতে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ৪৪০ কোটি টাকা। গত ডিসেম্বরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ১ হাজার ৪৯১ কোটি টাকা ঋণাত্মক (নেগেটিভ) ছিল, নভেম্বরে নিট বিক্রি ঋণাত্মক ছিল ৯৮৩ কোটি ৩২ লাখ টাকা, অক্টোবরে নিট বিক্রি ৯৬৩ কোটি ১৬ লাখ টাকা, এবং সেপ্টেম্বরে নিট বিক্রি ঋণাত্মক ছিল ৭০ কোটি ৬৩ হাজার টাকা।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগের পরিমাণ কিছুটা ইতিবাচক ছিল। এরমধ্যে গত আগস্ট মাসে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগের পরিমাণ ছিল আট কোটি টাকা। আর জুলাইয়ে ৩৯৩ কোটি টাকা ছিল।

বিশ্লেষকদের মতে, মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে আসায় মূলত সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে আসছে। এর মাঝে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক প্রদর্শনের নিয়মতান্ত্রিক জটিলতাও বড় একটা কারণ। তবে ৫ লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে যদি এই নিয়ম রহিত হয়, তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছু অর্থ সঞ্চয়পত্রে আসার সম্ভবনা রয়েছে।

শেয়ার