Top

ফরিদপুরে আ:লীগের মুখোমুখি অবস্থান

১৭ মে, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
ফরিদপুরে আ:লীগের মুখোমুখি অবস্থান
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে বেশ কিছু দিন ধরে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দুই ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থায় রয়েছে। এর একটি অংশে নেতৃত্ব দিচ্ছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারন সম্পাদক ইসতিয়াক আরিফ। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য একে আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু বিপুল ঘোষ ও জেলা আঃলীগের সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা মোঃ ফারুক হোসেন।

এ দুই গ্রুপ এখন প্রকাশে রাস্তায় নেমে মিছিল মিটিং সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে সমান তালে এবং দুই অংশের বিরোধ এখন ফরিদপুরে ‘টক অব দ্যা টাউন’ এ পরিণত হয়েছে।

অপরদিকে গ্রুপ হিসেবে তারা মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছে সমানতালে। উদ্দেশ্য একটিই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন। ফরিদপুরের এই আসনটি সংসদীয় আসন ৩ এবং গুরুত্বপূর্ণ । এই আসনটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। ফরিদপুর এই আসন থেকে প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একাধিকবার মন্ত্রীও হয়েছিলেন।

ওয়ান ইলেভেনের পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ৩ বার আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে দুই বার মন্ত্রী হয়েছিল। বতর্মানে তিনি এ আসনের নির্বাচিত সংসদ সদস্য। আওয়ামী লীগের দুই গ্রুপের প্রকাশ্য দ্বন্দ্বের কারণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনটি আওয়ামী লীগের হাত ছাড়া হয়ে যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

শেয়ার