Top

দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন টেক্টর-শান্ত

১৭ মে, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ
দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন টেক্টর-শান্ত
নিজস্ব প্রতিবেদক :

সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন নাজমুল হাসান শান্ত ও আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। বুধবার (১৭ মে) র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রকাশিত র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন এই দুই ব্যাটার।

বিরাট কোহলি, জশ বাটলার, কুইন্টন ডি ককের মতো তারকা ব্যাটারদের টপকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে সপ্তমস্থানে উঠে এসেছেন হ্যারি টেক্টর। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন টেক্টর।

সিরিজে ১টি সেঞ্চুরিতে সর্বোচ্চ ২০৬ রান করেন টেক্টর। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখান পান তিনি। ১১৩ বল ১৪০ রান করেন টেক্টর। আয়ারল্যান্ডের পক্ষে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা রেকর্ডও গড়েন তিনি।

দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে ৭২ রেটিং পেয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে এখন টেক্টর। ৭২২ রেটিং নিয়ে সপ্তমস্থানে আছেন টেক্টর। ওয়ানডেতে আয়ারল্যান্ডের পক্ষে কোন ব্যাটারের এটিই সর্বোচ্চ রেটিং। এর আগে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রেটিং অর্জন করেছিলেন পল স্টার্লিং। ২০২১ সালের জুনে ৬৯৭ রেটিং অর্জন করেছিলেন তিনি।

অন্যদিকে, এই সিরিজে এক সেঞ্চুরিতে ৬৫.৩৩ গড়ে ১৯৬ রান করেন শান্ত। এমন পারফরম্যান্সের ওপর ভিত্তি করে র‍্যাংকিংয়ে ৪৪ ধাপ উন্নতি করেছেন শান। এছাড়া বাংলাদেশের পক্ষে ব্যাটিং তালিকায় সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ৬৫৩ রেটিং নিয়ে ১৬তম স্থানে আছেন তিনি। ৮৮৬ রেটিং নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

শেয়ার