Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা

১৮ মে, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুরা গ্রামে গোলাপী বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত গোলাপী বেগম মহিষামুরা গ্রামের বাহেজ খন্দকারের স্ত্রী। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান,গত বুধবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা গোলাপী বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে হত্যা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

শেয়ার