Top

কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে ১১৭ শতাংশ

১৮ মে, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে ১১৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক সংঘাতে দেশে গত বছর থেকে ডলার সংকট দেখা দিয়েছে। সংকট কমাতে আমদানি ব্যয় নিয়ন্ত্রণে করা হচ্ছে কড়া নজরদারি। পাশাপাশি অন্যান্য খাতে ডলারের ব্যবহার সীমিত করার চেষ্টা করছে সরকার। এতকিছুর মাঝেও ব্যাংকিং কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন দ্বিগুনেরও বেশি বেড়েছে। গত মার্চে কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই লেনদেনের পরিমাণ ছিল ২৮০ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ গেল বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন বেড়েছে ১১৭ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা যায়।

শুধু তাই নয়, চলতি বছরের মার্চ মাসে কার্ড ব্যবহারকারীরা দেশের ইতিহাসে লেনদেনের রেকর্ড গড়েছেন। মার্চে কার্ডের মাধ্যমে ৪৫ হাজার ৪১২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক বছরের ব্যবধানে কার্ডে লেনদেন বেড়েছে ৪৪ শতাংশের বেশি।

কার্ড দিয়ে এটিএম থেকে গত মার্চে ৩২ হাজার ৬১৫ কোটি টাকা উত্তোলন করা হয়, যা নতুন রেকর্ড। একইভাবে পিওএসের মাধ্যমে মার্চে ২ হাজার ৭৯১ কোটি টাকার লেনদেন হয়। পিওএস সাধারণত কেনাকাটা, বিমানের টিকিট ক্রয়, হোটেলের ভাড়া দেওয়ার সময় ব্যবহার করা হয়।

ব্যাংকাররা বলছেন, কভিড-১৯-এর প্রভাব স্বাভাবিক হতে শুরু করায় কার্ডে লেনদেন বাড়ছে। আগে অনেক গ্রাহক কার্ড নিতে না চাইলেও এখন ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় অনেকেই ডেভিড কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের দিকে ঝুঁকছেন। ব্যাংকগুলোও গ্রাহকদের প্রযুক্তিভিত্তিক ব্যাংকিংয়ে উৎসাহিত করেছে। তবে করোনার সময়ে কিছু প্রতিষ্ঠানের প্রতারণার কারণে ই-কমার্সে লেনদেন অনেক কমে গেছে। সেটি না হলে কার্ডে লেনদেন আরও বাড়ত।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মার্চে ডেভিড, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে সর্বমোট লেনদেন হয়েছে ৪৫ হাজার ৪১২ কোটি টাকা। আগের মাস ফেব্রুয়ারিতে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ হাজার ৪৬৪ কোটি টাকা। মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫ হাজার ৯৪৮ কোটি টাকা। আর বছরের ব্যবধানে বেড়েছে ১৪ হাজার ২৪ কোটি টাকা। ২০২২ সালের মার্চে সব ধরনের কার্ডের মাধ্যমে ৩১ হাজার ৩৮৮ কোটি টাকা লেনদেন হয়েছিল।

কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন উল্লেখযোগ্য হারে বাড়লেও প্রবৃদ্ধি বেশি বিদেশি মুদ্রার ব্যবহারে। গত মার্চ মাসে অভ্যন্তরীণ লেনদেন হয়েছে ৪৪ হাজার ৮০২ কোটি টাকা। আগের মাসে এই লেনদেনের পরিমাণ ছিল ৩৮ হাজার ৯০৭ কোটি টাকা। মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫ হাজার ৮৯৫ কোটি টাকা। ২০২২ সালের একই সময়ে ছিল কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন ছিল ৩১ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন বেড়েছে ১৩ হাজার ৬৯৪ কোটি টাকা বা ৪৪ শতাংশ।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতের সব ব্যাংকই এখন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিচ্ছে। এসব সেবায় যোগ হয়েছে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট সিস্টেম, অনলাইন সিআইবি রিপোর্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রি-পেইড কার্ড, ভিসা কার্ড এবং বিভিন্ন প্রযুক্তির এটিএম। এসব প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকে সশরীরে উপস্থিত না হয়েই টাকা উত্তোলন ও জমা, রেমিট্যান্স বিতরণ, ইউটিলিটি বিল পরিশোধ ও বেতন-ভাতা প্রদান সম্ভব হচ্ছে।

এদিকে বছরের ব্যবধানে কার্ডের ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। তথ্য বলছে, ২০২২ সালের মার্চ মাসে দেশে ডেবিট কার্ডের ব্যবহারকারীর পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ২০১ জন। পাশাপাশি ক্রেডিট কার্ডের ব্যবহারকারী ছিল ১৮ লাখ ৯২ হাজার ৩২৪ জন এবং প্রিপেড কার্ডের ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৪ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন। আর চলতি বছরের মার্চ মাসে ডেবিট কার্ডে ৩ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৩৩৫ জন, ক্রেডিট কার্ডে ২১ লাখ ৭৮ হাজার ৪৬ জন এবং প্রিপেড কার্ডের ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার ৩৫৭ জন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে দেশের ডেবিট কার্ডের ব্যবহারকারীরা কার্ড ব্যবহার করে ৪২ হাজার ২৬০ কোটি টাকা লেনদেন করেছেন। এছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করে ২ হাজার ৫১৩ কোটি এবং প্রিপেড কার্ড ব্যবহার করে ২৩০ কোটি টাকা লেনদেন করেছেন গ্রাহকরা।

শেয়ার