জি-৭ বৈঠকে যোগ দিতে জাপান যাওয়ার আগে শুক্রবার সৌদি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সেখানে তিনি অনেক আবর নেতার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার অন্যায় আগ্রাসন দেখেও চোখ বুজে থাকার অভিযোগ করলেন। খবর সিএনএনের।
সৌদি আরবের জেদ্দায় শুক্রবার (১৯ মে) অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনে যোগ দিয়ে তিনি আরব নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন।
জেলেনস্কি সেখানে ইউক্রেনীয় মুসলিমদের কথা তুলে ধরে রুশবিরোধী যুদ্ধে আরব নেতাদের সমর্থন চাইলেন। সৌদিতে আরব লীগের সম্মেলনটিতে তিনি তাতার মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে যোগ দেন।
রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে মূলত মুসলিম তাতার জনগোষ্ঠীর বাস। ২০১৪ সালে ইউক্রেনের এই উপদ্বীপটি দখল করে রাশিয়া।
এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত আপনারা আমাদের মূল আবেগের জায়গাটি বুঝতে পারবেন। যে মহৎ আহ্বান জানিয়ে আমি জেদ্দা ত্যাগ করতে চাই তা হলো ইউক্রেনীয় মুসলিম সম্প্রদায়সহ আমাদের জনগণকে রক্ষায় সহযোগিতা করুন।
তিনি বলেন, ক্রিমিয়া ও তাতার জনগোষ্ঠীর উচিত বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বহাল থাকা। কিন্তু রুশ দখলদারিত্বের শিকার হচ্ছে ক্রিমিয়া। সর্বোপরি, ক্রিমিয়ায় রুশদের নিপীড়নের শিকার হচ্ছেন মুসলিমরা।
জেলেনস্কি বলেছেন, দুর্ভাগ্যবশত বিশ্বে অনেকে আছেন, এখানেও (আরব নেতারা) অনেকে আছেন, যারা এই বিষয়ে ও অবৈধ একীভূতকরণ নিয়ে চোখ বন্ধ করে রেখেছেন। আমি সবাইকে এই বিষয়ে সৎভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাতে এসেছি। রাশিয়া যতই প্রভাব বিস্তার করুক না কেন, স্বাধীনতা রক্ষা করতেই হবে আমাদের।
সম্মেলনে দেওয়া বক্তব্যে শুরুতেই কিয়েভের সাহসী যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ইউক্রেনীয়রা কখনোই যুদ্ধ চায়নি। আমাদের সেনারা অন্য কোনও দেশের ভূখণ্ডে যুদ্ধ করতে যায়নি। অন্যদের সম্পদে আমরা কখনও হস্তক্ষেপ করতে যাইনি। আমাদের ভূখণ্ডে অন্য কারও দখলদারিত্ব মানবো না বলেই যুদ্ধ করছি আমরা।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত আমাদের আবেগকে আপনারা বুঝতে পারবেন। ইউক্রেনীয় মুসলিম কমিউনিটিসহ অন্য নাগরিকদের জন্য সহযোগিতা চাইছি আমি।
বক্তব্যে বন্দিদের ফিরিয়ে দিতে মধ্যস্থতার জন্য রিয়াদকে ধন্যবাদ জানান জেলেনস্কি। ইউক্রেন সফর করা ও সেখানে লেখাপড়া করা আরব ছাত্রদের কথাও উল্লেখ করেন এ সময়।
বিপি/এএস