দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশর একটি আভিযানিক দল জেলার কাহারোল উপজেলা থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে । উদ্ধারকৃত মোটরসাইকেলগুলি জেলার কাহারোল উপজেলার কুশট গ্রামের মৃত রাজেন্দ্রনাথ রায় এর ছেলে শ্রী গোবিন্দ চন্দ্র রায়ের বাড়ি থেকে উদ্ধার করা।
নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, গত ১৬/০৫/২০২৩ সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি মোঃ ইবনে মাসুদ (৪৩) এর একটি ডিসকভার ১০০ সিসি কাল সাদা রঙের মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পর থানায় একটি চুরির মামলা করেন তিনি । ওই মামলায় ১৭/০৫/২০২৩ ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১ জন বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। সেই তথ্য অনুযায়ী গত শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলগুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোবিন্দ চন্দ্র রায় পালিয়ে যেতে সক্ষম হয়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, পলাতক গোবিন্দ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করে আসছিল। সে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাথে সমন্বয় করে বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ভুয়া কাগজপত্র, নম্বর প্লেট তৈরি করে বিক্রয়কে নিয়মিত পেশা হিসেবে নিয়েছিল । মোটরসাইকেল চোর চক্রের আরও ৩ জনকে সনাক্ত করেছে পুলিশ। খুব শীঘ্রই তাদেরকেও আটক করা হবে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলি থানা হেফাজতে রয়েছে। মোটরসাইকেলগুলি বিধি মোতাবেক প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হবে বলেও জানান তিনি।