Top

জোগান বাড়লেই শিল্প কারখানায় থাকবে নিরবচ্ছিন্ন গ্যাস

২০ মে, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
জোগান বাড়লেই শিল্প কারখানায় থাকবে নিরবচ্ছিন্ন গ্যাস
নিজস্ব প্রতিবেদক :

চলমান বৈশ্বিক সংঘাতে প্রতিটি দেশে মূল্যস্ফীতি মাত্রাতিরিক্ত বেড়ে চলেছে। সাথে তেল এবং গ্যাসের সরবরাহ কমেছে কয়েক শতাংশ। এতে অতিরিক্ত টাকা খরচ করেও চাহিদানুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। গত কয়েক মাস ধরে বাংলাদেশেও একই সমস্যা প্রকট আকারে ধারণ করেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় ঝুঁকিতে ধুঁকছে দেশের অর্থনীতি। তবে দেশজুড়ে গ্যাসের জোগান স্থিতিশীল করতে ভোলা থেকে গ্যাস আনার পরিকল্পনা নিয়েছে সরকার। তাতে গ্যাসের জোগান বৃদ্ধি পেলে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (২০ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) কনফারেন্স রুমে আয়োজিত সেমিনার শেষে তিনি এসব কথা বলেন। ডিসিসিআই ‘স্টেক হোল্ডারস ডায়ালগ অন এনার্জি স্ট্র‍্যাটেজি: টুওয়ার্ডস অ্যা প্রেডিক্টেবল ফিউচার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যে গ্যাস আনার চেষ্টা করছি তার কাজ অনেকটা গুছিয়ে এনেছি। আশা করছি আগামী ৭-১০ দিনের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারবো। এই সংযোগের পুরো কাজ সম্পন্ন হলে আমরা দ্রুততার সাথে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি বলেন, অপরিকল্পিত কারখানার কারণে গ্যাস সংকট ঘণীভূত হয়েছে। একটা কারখানা গ্যাসের অনুমোদন নিলে বাইপাস (অবৈধ) লাইন দিয়েছে। প্রতিদিন আমরা অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করছি, আবার প্রতিদিন নিচ্ছে। আমরা কড়া নির্দেশনা দিয়েছি বাইপাস লাইন থেকে সরে আসার জন্য, আগামীতে আরও পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, এই খাতে আর ভর্তুকি বাড়ানো যাচ্ছে না। আমরা পলিসি করছি, আগামীতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে। তবে আসন্ন বাজেটের আগে জ্বালানির দাম বাড়বে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, এফআইসিসিআই’র সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় প্রমুখ।

শেয়ার