Top

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৯০ লাখ ছুঁইছুঁই

২১ মে, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৯০ লাখ ছুঁইছুঁই
আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৯০ লাখ ছুঁইছুঁই। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, আজ রোববার (২১ মে) সকাল ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৮৬১ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৭৯ হাজার ৯১৮ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৩২৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৩৪০ জনের।

প্রতিবেশী দেশ ভারতে রোববার সকাল ৯টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭০৫ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৮২৪ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার কোটি ৫৪ হাজার ৮৬৩ জন এবং মারা গেছে এক লাখ ৬৭ হাজার ৫২ জন।

দেশে গতকাল শনিবার (২০ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ৬০৭ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিপি/এএস

শেয়ার