Top
সর্বশেষ

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হলেন নাজমুল হুদা

২১ মে, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হলেন নাজমুল হুদা
নিজস্ব প্রতিবেদক :

পদন্নোতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হলেন বিশিষ্ট লেখক, বক্তা ও সংগঠক নাজমুল হুদা। এর আগে তিনি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে (বিআরপিডি) উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদন্নোতিপূর্বক একই বিভাগে বহাল করা হয়।

নাজমুল হুদা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন থেকে উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

পরবর্তীতে সহকারী পরিচালক পদে যোগ দেন কেন্দ্রীয় ব্যাংকে। চাকরিরত অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যায় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে ২য় মাস্টার্স এবং ব্যাংকিং ডিপ্লোমা ২ পার্ট সম্পন্ন করেন।

এছাড়াও দেশে বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লেখালেখি, গবেষণা ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয় রয়েছেন। দুটি সম্পাদনাসহ এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০। তিনি বিভিন্ন ম্যাগাজিন, বাংলাদেশ ব্যাংকের ‘পরিক্রমা’ জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লিখছেন।

শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক আলোচনার জন্য নাজমুল হুদা একাধিক বিশ্ববিদ্যালয় সফর করেছেন। সামাজিক উন্নয়ন ও শিক্ষামূলক কাজের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘স্বপ্নশিলন’, ক্যারিয়ার কেয়ার. কম, ‘আলোকিত আমলা’সহ বেশকিছু সংগঠন। তিনি বংলাদেশ ইউথ অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপেমেন্ট (বায়সড) এর চেয়ারম্যান এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর চেয়ারম্যান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সাংস্কৃতিক সচিব, মিরপুর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক সাহিত্য সংগঠন অধিকোষের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিপি/আজাদ

শেয়ার