Top

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

২২ মে, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বেলুন উড়ানো, র‌্যালী, আলোচনা সভা ও সেবা গ্রহিতাদের তাৎক্ষনিক সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহে এই কর্মসূচী পালিত হয়। বেলুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এরপর একটা শোভাযাত্রা জেলা প্রশাসক অফিস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ভূমি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এসময় আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম। অনুষ্ঠানে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সরকারি কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান।

শেয়ার