আগামী অর্থবছরের ষাণ্মাসিক (জুলাই–ডিসেম্বর) মুদ্রানীতি ১৮ জুন ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২১ মে) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী অর্থবছরের ষাণ্মাসিক মুদ্রানীতিতে ডলারের একক রেট নির্ধারণ করা হবে। এর ফলে ইচ্ছা করলেই যেকোনো অনুমোদিত ডিলার ব্যাংক অথবা ভিন্ন ভিন্ন রেটে ডলার ক্রয়-বিক্রয় করা যাবে না। ডলার কেনা-বেচায় অভিন্ন রেট থাকবে। নতুন মুদ্রানীতিতে ৯ শতাংশ সুদের হারের সীমা তুলে দেওয়া হবে। সুদহারে করিডর পলিসি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেন্সমার্ক পদ্ধতি মেনে চলা হবে। এ রেট মেনেই ব্যাংকগুলো লেনদেন করবে। এখানে মূল্যস্ফীতির চেয়ে সুদহার কম হবে না।
বাংলাদেশ ব্যাংকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারের মুদ্রানীতিতে বেশকিছু চমক থাকছে। আগামী ১৮ জুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। অনিবার্য কারণে পেছানো হলে ২২ জুনের মধ্যে যেকোনো দিন ঘোষণা করা হবে মুদ্রানীতি। গভর্নর মুদ্রানীতি ঘোষণা করে ওইদিনই হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারেন।
এদিকে একই সময়ে আন্তর্জাতিক পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনার দিন চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ১৮ জুন আগামী অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি প্রকাশ করার পাশাপাশি সেদিন থেকে আইএমএফের হিসাবে রিজার্ভ গণনা করে তা প্রকাশ করবে। তবে বর্তমান গণনা পদ্ধতিও বলবৎ থাকবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
আসন্ন মুদ্রানীতিতে ডলারের একক রেট নির্ধারণে নীতিগতভাবে সমর্থন মিলেছে। পাশাপাশি সুদের হার নির্ধারণে বেঞ্চমার্ক পদ্ধতি ও ইন্টারেস্ট করিডর পদ্ধতি মানা হবে। এ ছাড়া মূল্যস্ফীতির হার ৬ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ৭ শতাংশে নির্ধারণে মতামত উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসাবে জুড়ে দেওয়া ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ম্যানুয়াল (বিপিএম ৬) অনুসরণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদশ ব্যাংক। বিপিএম ৬-এর আওতায় দেশের রিজার্ভ নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) পদ্ধতিতে প্রকাশ করা হবে।