Top
সর্বশেষ

সিআইপি সম্মাননা পেলেন ৪৪ ব্যক্তি

২২ মে, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
সিআইপি সম্মাননা পেলেন ৪৪ ব্যক্তি
নিজস্ব প্রতিবেদক :

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা দিয়েছে সরকার। সিআইপি (শিল্প) নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০২১ সালের অবদানের জন্য তাদের সিআইপি সম্মাননা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ নানান অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

সোমবার (২২ মে) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুর হোসেন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।

এ বছর প্রাণ-আরএফএল গ্রুপের তিনজন উদ্যোক্তা সিআইপি হয়েছেন। তারা হলেন, বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে প্রাণ ডেইরির চেয়ারম্যান মো. ইলিয়াছ মৃধা ও ডিউরেবল প্লাস্টিকের পরিচালক উজমা চৌধুরী এবং ক্ষুদ্র শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে রংপুর ফাউন্ড্রী লিমিটেডের পরিচালক চৌধুরী কামরুজ্জামান।

শেয়ার