Top
সর্বশেষ

সিডন্সের চোখে আফিফদের নানান ভুল

২২ মে, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
সিডন্সের চোখে আফিফদের নানান ভুল
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছেড়ে জেমি সিডন্স কাজ করছেন বয়সভিত্তিক অদল নিয়ে।বর্তমানে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে যুবাদের তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর সেখানে টাইগারদের দায়িত্ব সামলাচ্ছেন জেমি।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে জেমি বলেন, ‘সাদা বলের খেলা (ঢাকা প্রিমিয়ার লিগ) শেষ করে এসেছে ছেলেরা। ব্যাটারদের মধ্যে অনেক বেশি শট খেলার প্রবণতা দেখা গেছে। বোলাররাও যে খুব ভালো করেছে তা বলা যায় না। তবে ঠিক জায়গায় বল করেছে, বিশেষ করে পেসাররা। চার দিনের ম্যাচে বা লাল বলের ক্রিকেটে যা খুবই জরুরী। ব্যাটসম্যানরা অবশ্য অতিরিক্ত শট খেলতে চেয়েছে। যথেষ্ট বল তারা ছাড়েনি, ডিফেন্সও করেনি। ঐ যে যেটা বললাম সাদা বলের ক্রিকেট থেকে এসে দুই দিনের প্রস্তুতিতে খেলতে নামা কঠিন।’

ব্যাটাররা লম্বা সময় উইকেটে থেকে ব্যাটিং করুক সেটাই চান সিডন্স, ‘যেটা বললাম, ডিফেন্সটা এখানে ভালো হতে হবে, ধৈর্য্য দেখাতে হবে। আমি চাই ছেলেরা ৬-৭ ঘন্টা ব্যাটিং করুক। আমি দ্রুত ৩০ রান বা ঝড়ো ২০ রান করা দেখতে চাই না। ব্যাটসম্যান ইনিংস লম্বা করে যেন দিনের শেষ পর্যন্ত নিতে পারে, দিন শেষ করলে যেন পরের দিন ব্যাট করতে পারে। এটাই চার দিনের ক্রিকেট, লাল বলের ক্রিকেট।’

এদিকে সিলেটের মাটিতে ব্যাটারদের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন পেসার মুশফিক হাসান, রিপন মন্ডলরা। যে কারণে পেসারদের পারফর্মম্যান্সে খুশি সিডন্সও, ‘আমি পেস বোলারদের নিয়ে খুবই খুশি। তারা ঠিক জায়গায় বল করেছে। দুর্ভাগ্যজনকভাবে তারা উইকেট পায়নি। কিছু এলবিডব্লিউর আবেদন ছিল যেগুলো পক্ষে যেতে পারতো। তবে তারা ব্যাটসম্যানদের চাপে রেখেছে, ভালো জায়গায় বল করে গেছে।’

শেয়ার