প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।মঙ্গলবার(২৩ মে) দুপুরে আদালতে মামলা দায়েরের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম মামলাটি আমলে নেন। মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রাজশাহীর পটিয়ায় বিএনপির এক জনসভায় ২-৩ জনের প্ররোচনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেন।
বাদীপক্ষে জেলা জজ কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এম. মোছাদ্দেক ফেরদৌসী মামলাটি দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।
মামলাকারী ছানোয়ার হোসেন ছানু বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্যই প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা শুরু করেছে বিএনপি। তাই তাদের দ্রুত দমানো দরকার।
বিপি/এএস