ঝিনাইদহ কালীগঞ্জের উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার সময় ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল-আজাদ। এবারের বাজেটে আয় ও ব্যায় সমান রেখে ১ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ৬শ ৩৯ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ৩৪ লাখ ১৮ হাজার ৩১৯ টাকা ও উন্নয়ন খাত ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৩২০ টাকা ধরা হয়েছে।
এ উপলক্ষে পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল-আজাদের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃআবুল হোসেন শেক,পরিবার পরিকল্পনার বিপ্লব কুমার বিশ্বাস, সাংবাদিক আরিফ মোল্ল্যা ও বেলাল হুসাইন বিজয়, প্যানেল চেয়ারম্যান মোঃআরিফুল ইসলাম প্রমূখ।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন।
বিপি/এএস