Top
সর্বশেষ

আমবাগানের জঙ্গল থেকে তিনটি ব্যাগে থাকা ৭টি ককটেল উদ্ধার

২৫ মে, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
আমবাগানের জঙ্গল থেকে তিনটি ব্যাগে থাকা ৭টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগানের গাছতলার জঙ্গল থেকে তিনটি ব্যাগে থাকা ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ৷ গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর উচ্চ বিদ্যালয় রোডের বড় বাঁধ এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, বাগানমালিক, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বাগানে আম পাড়তে গিয়ে আমগাছের নিচে আম আনতে গিয়ে ককটেলের তিনটি ব্যাগ দেখতে পায় আমপাড়া শ্রমিকরা। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও জরুরি সহায়তা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থল থেকে এসব ককটেল উদ্ধার করে।

জমির মালিক রামজীবনপুর গ্রামের মৃত সাজ্জাদ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার বলেন, আমপাড়া শ্রমিকরা আম খুঁজতে গিয়ে পায়ে একটি ব্যাগ বাঁধে। এসময় আরও দুটি ব্যাগ দেখতে পায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম জানান, খবর পেয়ে এসে ককটেল দেখতে যায়। সেখানে একটি কাপড়ের ব্যাগ ও দুটি সিমেন্টের বস্তার ব্যাগ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আব্দুর রহিম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা ধারনা করছি এটি বাইরের কোন লোকজন এখানে নিরাপদ জায়গা মনে করে আমগাছ তলার জঙ্গলে রেখে যায়। ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, আম পাড়তে গিয়ে আমপাড়া শ্রমিকরা ককটেলের ব্যাগ দেখতে পেয়ে আমাকে জানায়। পরে সেখানে গিয়ে কেউ যাতে ব্যাগের আশেপাশে না যায়, তা নিশ্চিত করি। সন্ধ্যার পর পুলিশ এসে ককটেল উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে গিয়ে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার